Tor Hoye Jete Chai Song Lyrics from Asur Movie - Md Irfan & Sayani Palit Lyrics (2020)
tor-hoye-jete-chai-lyrics:-bengali-&-english---তোর-হয়ে-যেতে-চাই-লিরিক্স-|-asur-movie |
Tor Hoye Jete Chai Song Credits:
Song : Tor Hoye Jete Chai
Singer : Md Irfan & Sayani Palit
Music: Amit Mitra
Lyrics: Dipankar
Music Arrangement : Anujeet Ghosh, Amit Mitra, Souvik Kabi
Mix: Siddheswar Banerjee & Vicky A Khan
Sahenai: Hassan Ali
Guitar: Amit Mitra
Piano: Anujeet Ghosh
Recoding studio : Amv & DBS
|
Tor Hoye Jete Chai Lyrics in Bengali:
আমার বেঁচে থাকা কারণ শুধু তুই
তোকে আছে বলা আজ এটুকুই,
জানি ঠিকই ধরবিরে হাত, শূন্য পথে
দেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে।
ক্ষতি কি যদি বাসিস ভালো আমায়
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
পারবো কি আমি বল?
তোর হয়ে যেতে চাই।
একবার ছুঁয়ে দে, যেন যাই রে ভিজে
সে প্রেমের শ্রাবন কোথায় খুঁজে পাই..
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
তোরই মতো অবিকল
তোর হয়ে যেতে চাই।
নেই প্রয়োজন, মিঠেল বাতাস
বুঝবে কি সে মন পায় নিঃশ্বাস,
ফাঁকা লাগে সব, থাকলে নিরম
সাজানো ঘরের মাঝেও কত বনবাস।
হয়তো ঝড়, করছে পর
মিলবোই দুজনে,
ভয় কিসে, থমকে যাস
কোন জে বরণে।
ভেঙে ফেল নিষেধ, ছুটে আয় কাছে
মুছে যা সকল দোহাই,
এ জীবনের যতটা মানে
থাকনা জুড়ে পুরোটাই।
জানি ঠিকই ধরবিরে হাত, শূন্য পথে
দেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে।
ক্ষতি কি যদি বাসিস ভালো আমায়
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
তোরই মতো অবিকল
তোর হয়ে যেতে চাই।
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
চোখে অনলি তবু জল
তোর হয়ে যেতে চাই...
তোর হয়ে যেতে চাই,
কেন এতো দাবানল।
তোকে আছে বলা আজ এটুকুই,
জানি ঠিকই ধরবিরে হাত, শূন্য পথে
দেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে।
ক্ষতি কি যদি বাসিস ভালো আমায়
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
পারবো কি আমি বল?
তোর হয়ে যেতে চাই।
একবার ছুঁয়ে দে, যেন যাই রে ভিজে
সে প্রেমের শ্রাবন কোথায় খুঁজে পাই..
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
তোরই মতো অবিকল
তোর হয়ে যেতে চাই।
নেই প্রয়োজন, মিঠেল বাতাস
বুঝবে কি সে মন পায় নিঃশ্বাস,
ফাঁকা লাগে সব, থাকলে নিরম
সাজানো ঘরের মাঝেও কত বনবাস।
হয়তো ঝড়, করছে পর
মিলবোই দুজনে,
ভয় কিসে, থমকে যাস
কোন জে বরণে।
ভেঙে ফেল নিষেধ, ছুটে আয় কাছে
মুছে যা সকল দোহাই,
এ জীবনের যতটা মানে
থাকনা জুড়ে পুরোটাই।
জানি ঠিকই ধরবিরে হাত, শূন্য পথে
দেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে।
ক্ষতি কি যদি বাসিস ভালো আমায়
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
তোরই মতো অবিকল
তোর হয়ে যেতে চাই।
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
চোখে অনলি তবু জল
তোর হয়ে যেতে চাই...
তোর হয়ে যেতে চাই,
কেন এতো দাবানল।
Tor Hoye Jete Chai Lyrics in English:
Amar beche thaka karon sudhu tui
toke ache bala aja etukui,
jani thikai dharabire hatha, sunya pathe
dekha chalache ekhana dina-rata, kono mate.
khati ki jodi basisa bhalo amai
tor hoye jete chai,
tor hoye jete chai,
parabo ki ami bala?
tor hoye jete chai.
ekabara chunye de, jena jai re bhije
se premera srabana kothaya khunje pai..
tor hoye jete chai,
tor hoye jete chai,
torai mato abikala
tor hoye jete chai.
Nei prayojana, mithela batasa
bujhabe ki se mana paya nihsbasa,
phanka lage saba, thakale nirama
sajano gharera majheo kata banabasa.
Hayato jaya karache patha
milaboi dujane,
hai ki se thamake jai
kona je barane.
Bhene phela nisedha, chute aya kache
muche ja sakala dohai,
e jibanera jatata mane
thakana jure purotai.
Jani thikai dharabire haat, sunya pathe
dekha cholche ekhan dina-raat, kono mate.
khati ki jodi basisa bhalo amai
tor hoye jete chai,
tor hoye jete chai,
torai mato abikala
tor hoye jete chai.
tor hoye jete chai,
tor hoye jete chai,
chokhe anali tabu jal
tor hoye jete chai..
tor hoye jete chai,
kena eto dabanal.
0 Response to "Tor Hoye Jete Chai Lyrics: Bengali & English - তোর হয়ে যেতে চাই লিরিক্স | Asur Movie"
Post a Comment