Please Obhabe Takio Na Song Lyrics || Song Lyrics | Pratik |Sudeshna | Krish Bose | - Pratik & Sudeshna Lyrics (2020)
Please Obhabe Takio Na Song Lyrics in Bengali |
Please Obhabe Takio Na Song Lyrics-> Singer: | Pratik & Sudeshna |
Singer: | Pratik Kundu |
Music: | Pratik Kundu & The Bong Studio |
Song Writer: | Pratik Kundu |
Please Obhabe Takio Na Song Lyrics:
ওভাবে তাকিও না, পাগল হয়ে যেতে পারি আমি
কেন এভাবে তাকাব না, পাগল হলে হয়ে যাও তুমি ।
তুমি মানে অযথাই মন কেমন
হতে পারি ঠিক তুমি চাও যেমন
কোনো অজানা সকালে,
আজ তোমাকে না পেলে,
আমি স্মৃতি খুঁজে তোমাকে সাজাই..
একটু চাই তোমায় পাশে, বায়না আজ মনের কাছে
কীভাবে তোমাকে বলব বল
হারিয়ে ফেলেছি আমি নিজেকে তোমার ..
দু'চোখের ভিড়ে, মনের তীরে ..
চলে আয়না তুই, বায়না আজ ..
ওভাবে তাকিও না,
পাগল হয়ে যেতে পারি আমি,
হ্যাঁ যেতে পারি আমি ।।
রূপকথার-ই গল্প হলে,
অনুভূতি শব্দ পেলে,
বৃষ্টি জলে মন ভেজালে,
কেমন হত বল ? কেমন হত বল ?
বাসতে ভালো ইচ্ছে হল,
ডাকনামে তাই প্রেম পাঠাল,
এই শহরের যত আলো,
তোমারই নামেতে লিখে দিতে পারি.. মেঘপালকের ইচ্ছে ডানায়,
বাস্তবে আর কল্পনায়,
নীলচে নদীর শেষ সীমানায়
হারিয়ে ফেলেছি আমি নিজেকে তোমার ..
দু'চোখের ভিড়ে, মনের তীরে ..
চলে আয়না তুই, বায়না আজ ..
ওভাবে তাকিও না, পাগল হয়ে যেতে পারি আমি, হ্যাঁ যেতে পারি আমি ।।
Please ওভাবে তাকিও না , ( Please .. Please ..)
কেন এভাবে তাকাব না ...
শোনো শোনো .. ওভাবে তাকিও না
কেন এভাবে তাকাব না........
কেন এভাবে তাকাব না, পাগল হলে হয়ে যাও তুমি ।
তুমি মানে অযথাই মন কেমন
হতে পারি ঠিক তুমি চাও যেমন
কোনো অজানা সকালে,
আজ তোমাকে না পেলে,
আমি স্মৃতি খুঁজে তোমাকে সাজাই..
একটু চাই তোমায় পাশে, বায়না আজ মনের কাছে
কীভাবে তোমাকে বলব বল
হারিয়ে ফেলেছি আমি নিজেকে তোমার ..
দু'চোখের ভিড়ে, মনের তীরে ..
চলে আয়না তুই, বায়না আজ ..
ওভাবে তাকিও না,
পাগল হয়ে যেতে পারি আমি,
হ্যাঁ যেতে পারি আমি ।।
রূপকথার-ই গল্প হলে,
অনুভূতি শব্দ পেলে,
বৃষ্টি জলে মন ভেজালে,
কেমন হত বল ? কেমন হত বল ?
বাসতে ভালো ইচ্ছে হল,
ডাকনামে তাই প্রেম পাঠাল,
এই শহরের যত আলো,
তোমারই নামেতে লিখে দিতে পারি.. মেঘপালকের ইচ্ছে ডানায়,
বাস্তবে আর কল্পনায়,
নীলচে নদীর শেষ সীমানায়
হারিয়ে ফেলেছি আমি নিজেকে তোমার ..
দু'চোখের ভিড়ে, মনের তীরে ..
চলে আয়না তুই, বায়না আজ ..
ওভাবে তাকিও না, পাগল হয়ে যেতে পারি আমি, হ্যাঁ যেতে পারি আমি ।।
Please ওভাবে তাকিও না , ( Please .. Please ..)
কেন এভাবে তাকাব না ...
শোনো শোনো .. ওভাবে তাকিও না
কেন এভাবে তাকাব না........
0 Response to "Please Obhabe Takio Na Song Lyrics in Bengali"
Post a Comment